• Dec24

  Demo

  Posted by KKK in

  আমি একজন অবিবাহিত মেয়ে। আমার পায়ের পশম বড় হওয়ায় আমি তা চেছে ফেলি। কারণ তা অসুন্দর লাগে। মুফতি সাহেবের নিকট জানার বিষয় হলো, এভাবে পায়ের পশম চাছা জায়েয আছে কি না?


  মেয়েদের পায়ের পশম যদি অস্বাভাবিক পর্যায়ে বড় হয় তাহলে তা চেছে ফেলতে বা লোম নাশক দিয়ে দূর করে ফেলতে অসুবিধা নেই। স্বাভাবিক পর্যায়ের বড় হলে তা চাছা বা উপড়ে ফেলা অনুত্তম।


 • জামিয়ার সংবাদ


  প্রবন্ধ-নিবন্ধ


  সকল প্রশ্ন উত্তর


  প্রশ্ন করুণ


  আপনার প্রশ্নটি লিখুন এবং আমাদের কাছে পাঠান

  প্রশ্নের উত্তর ১০-১৫ দিনের মধ্যে দেয়ার চেষ্টা করা হয়। সে পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ রইল।

  উত্তর দ্রুত পাওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন : Call to contact us : +8801935477080